প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ইসলামী পদ্ধতিতেও ঋণ গ্রহণ করবে সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ‘ইসলামী বিনিয়োগ বন্ড’ নামের অর্থ মন্ত্রণালয়ের মালিকানার এ বন্ডের যাত্রা শুরু হয়েছে। মুনাফা বন্টনের ভিত্তিতে তিন ও ছয় মাস মেয়াদী বন্ডটির নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাক্রমে তিন মাস মেয়াদী ৮ কোটি ৫৫ লাখ টাকার এবং ছয় মাস মেয়াদী ৯ কোটি ৩৬ লাখ টাকার বন্ড ক্রয় করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ‘প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে এই বন্ডগুলো বিক্রি করবে। ইসলামী বন্ডের নিলামে শুধুমাত্র ইসলামী শরীয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংকিং শাখা আছে এমন ব্যাংকের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
উল্লিখিত প্রতিষ্ঠান ছাড়া বন্ড ক্রয়ে ইচ্ছুক অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তি ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।’
বন্ডের মালিক সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষে বন্ড পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক।