স্যামসাংয়ের সবচেয়ে সুন্দর মোবাইল হিসেবে পরিচিত মেটাল কাঠামোর ‘গ্যালাক্সি আলফা’ স্মার্টফোনটির উৎপাদন খুব শিগগিরই বন্ধ করে দেবে স্যামসাং। কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইটি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
অ্যাপলের আইফোনকে প্রতিদ্বন্বিতায় ফেলতে গত আগস্টে অত্যাধুনিক ও আকর্ষণীয় গ্যালাক্সি আলফা স্মার্টফোনটি বাজারে নিয়ে আসে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম ও অক্টা কোর চিপসেটের গ্যালাক্সি আলফা স্মার্টফোনটি দেখতে অনেকটা আইফোন-৫ এবং ৫এস এর মতো।
ইটি নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি গ্যালাক্সি এ৫ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ৫ এর ডিজাইন অনেকটা আলফার মতোই। তবে গ্যালাক্সি এ৫ সাশ্রয়ী দামের স্মার্টফোন এবং এটি স্যামসাংয়ের সবচেয়ে পাতলা ফোন (৬.৭ মিমি)। ফলে বেশি দামের গ্যালাক্সি আলফার পরিবর্তে মাঝারি দামের গ্যালাক্সি এ৫ স্মার্টফোন নিয়েই বাজারে সাড়া ফেলতে চাচ্ছে স্যামসাং। তবে এ বিষয়ে স্যামসাং এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের বাজারে বর্তমানে দামি ডিভাইসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাজারে দখলে এগিয়ে যাচ্ছে তুলনামূলক কম দামের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফলে এ খাতে লোকসানে পড়তে হচ্ছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। এ কারণে গ্যালাক্সি আলফার উৎপাদন বন্ধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি সত্যি হলে কবে থেকে আলফা বাজারে আর পাওয়া যাবে না, সে তথ্য জানায়নি ইটি নিউজ। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি আলফা স্মার্টফোনটি বর্তমানে বিশেষ প্রমোশনাল দাম হিসেবে ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।