কষ্ট করে এখানে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, তারপরও থাকতে হচ্ছে’ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজ সোমবার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
এর আগে তিনি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা বলে দিতে চাই, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করতে সরকার ১৪৪ ধারা জারি করেছে। এভাবে আমাদের কর্মসূচি বন্ধ করা যাবে না।
খালেদা জিয়া বলেন, আমি বলতে চাই, সারাদেশে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। দেশের জনগণকে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আমি আহবান জানাচ্ছি। আমাদের সমাবেশ করতে দিতে হবে।
এর আগে বিকেল ৪টার দিকে নিজের কার্যালয়ে থেকে বেরুতে গেলে খালেদা জিয়াকে কার্যালয়ের বাইরে যেতে দেয়নি পুলিশ। প্রধান গেইট বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়। বেগম জিয়া গেইটের কাছেই নিজের নিশান পেট্রোল গাড়িতে কালো পতাকা হাতে বসে থাকেন প্রায় এক ঘণ্টা।