খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে সরিয়ে নেওয়া হল ট্রাক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে রাখা ইট, বালু, সুরকি ও পাথরভর্তি ১১টি ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফটকের তালা খোলা হয়নি।
রাত ৯টার দিকে ট্রাকগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হয়। তবে কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে এখনও পুলিশের বড় দুটি ভ্যান আড়াআড়িভাবে রাখা আছে।
অন্যদিকে কার্যালয়ের সড়কের দক্ষিণ পার্শ্বে জলকামান রাখা হয়েছে। এর অদূরেই কয়েকটি রায়ট কার ও একটি জলকামান রয়েছে। কার্যালয়ের ভেতরে প্রবেশে কড়াকড়ি আরোপ আগের মতোই রয়েছে। তবে কেউ বের হতে চাইলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *