সিমফনির নতুন ফোন ‘জেড ফাইভ’ বাজারে

মোবাইল ফোন হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি ‘জেড ফাইভ’ নামে অত্যাধুনিক একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। আজ সোমবার দুপুরে বারিধারার একটি শপিংমলে সিম্ফনির ফ্ল্যাগশিপ আউটলেটে হ্যান্ডসেটটি বাজারের ছাড়ার ঘোষণা দেন কম্পানির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক।

তিনি বলেন, সিম্ফনির নতুন এই হ্যান্ডসেটটি ক্রেতাদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে। ক্রেতারা যেসব ফিচার সংযুক্ত করতে এবং যে দাম নির্ধারণ করতে বলেছেন, এটির দাম তার চেয়ে অনেক কম রাখা হয়েছে। এ সময় কম্পানির হেড অব মার্কেটিং আশরাফুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজওয়ানুল হক বলেন, ১৩ মেগা পিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা সমৃদ্ধ হ্যান্ডসেটটিতে রয়েছে ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে বাইরের চাপ ও দাগ থেকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয়েছে ড্রাগনট্রেইল গ্লাস। ফোনটিকে অনেক বেশি টেকসই করতে পেছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩।

ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে কম্পানি নতুন এই হ্যান্ডসেটটির দাম নির্ধারণ করেছে, ১৪ হাজার ৯শ ৯০ টাকা। সোমবার থেকেই পাওয়া যাচ্ছে, দেশব্যাপী সব সিম্ফনি আউটলেটে।

ফোনের গতি বৃদ্ধিতে করতে ৪.৪.২ কিটকাট অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে, ১ দশমিক ৪ অক্টাকোর প্রসেসর। দুই গিগাবাইট রাম ও ১৬ গিগাবাইট রম। দেশের বাজারে এই প্রথম ম্যাক্স অপেরা অ্যাপ সংযুক্ত কোনো হ্যান্ডসেট এসেছে। এটি পরিকল্পিতভাবে ব্যবহার করে ইন্টারনেট সাশ্রয় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *