মগবাজারে অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সটিতে আগুন দেয়া হয়। অ্যাম্বুলেন্সটি আদ-দ্বীন হাসপাতালের।

অল্পের জন্য বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের চালক শফিক বলেন, ‘আমি গাড়ি চালিয়ে আসছিলাম, এ সময় পেছন থেকে এক যুবক পেট্রোল ঢেলে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়।’

কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন শফিক। পরে তাকে আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *