ভারতের ইসলামপন্থি একটি দলের নেতা বলেছেন, ‘সব মানুষ মুসলিম হিসেবে জন্ম নেয়। জন্মের পর তারা ধর্মান্তরিত হয়। ফলে ধর্মান্তরের মাধ্যমে মুসলিম হওয়ার অধিকার আছে।’
মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হায়দরাবাদে দলটির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে সোমবার এক সম্মেলনে এ কথা বলেছেন।
এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ভারতের হিন্দু ধর্মে ধর্মান্তর নিয়ে এমনিতেই দেশটির রাজনীতিতে গরম হাওয়া বইছে। এরপর আসাদউদ্দিন ওয়াইসির এই বক্তব্য সেই গরম হাওয়ায় নতুন করে জ্বালানি ছিটিয়ের দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করল।
ভারতে ধর্মান্তর রুখতে প্রধানমন্ত্রী মোদি ব্যর্থ হয়েছেন, দাবি করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এর মাধ্যমে সাংবিধান লঙ্ঘন হচ্ছে। কিন্তু সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
আসাদউদ্দিন ওয়াইসি অবশ্য এ-ও বলেছেন, আমি ইসলামের নীতির কথা বলছি। কেউ এই ধর্ম গ্রহণ করবে-কি-করবে না, সে বিষয়ে সবার স্বাধীনতা রয়েছে। এই দেশে বহু মতের মানুষ রয়েছে। এটি ভারতের শক্তি। আমি কাউকে প্রলোভন দেখাচ্ছি না।
রাজ / প্রবাস নিউজ