উদ্বেগ-উৎকণ্ঠায় ফাঁকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

৫ জানুয়ারি  ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচিকে ঘিরে উদ্বেগ উৎকন্ঠায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  এ অবস্থায় অনেকটায় ফাঁকা দেখা গেছে জবি ক্যাম্পাস। এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কড়া পাহারায় রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সঙ্গে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ খোলা রয়েছে। কিন্তু ক্যাম্পাস অনেকটায় ফাঁকা। বিভিন্ন বিভাগের দাপ্তরিক কাজ চললেও  ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এদিকে ফাঁকা ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কড়া পাহারায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সঙ্গে অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা গেছে।

এদিকে দুপুরে ক্ষমতাসীন সরকারের বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, যেখানে তাদের জীবনের নিরাপত্তা নেই। সেখানে ক্লাশ করার প্রশ্নই আসে না। রাজনীতির বলির শিকার যেকেউ হতে পারে এ আশঙ্কায় তারা ক্যাম্পাসে আসেননি।

রাজ / প্রবাস নিউজ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *