বিএনপিকে মাঠে দেখলে মাঠে নামবে জামাত

৫ জানুয়ারি ঘিরে জামায়াত কৌশলী অবস্থান নিয়েছে। ওই দিন বিএনপি মাঠে নামতে পারলে তারাও নামবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাঁরা জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটের সমাবেশে জামায়াত থাকবে। তবে যেকোনো দলের একটি নিজস্ব কৌশল থাকে। জামায়াতে ইসলামীরও নিজস্ব কৌশল আছে।

সূত্র জানায়, বিএনপির সঙ্গে জামায়াতের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএনপি। জোট শরিক হিসেবে যতটুকু থাকা দরকার বিএনপির সঙ্গে ততটুকুই থাকার চেষ্টা করবে জামায়াত। ৫ জানুয়ারি বিএনপির জন্য অস্তিত্বের লড়াই, জামায়াতের নয়। তাদের পিঠ আগেই দেয়ালে ঠেকে গেছে। এখন চলছে শুধু তাদের দল রক্ষার লড়াই। দল রক্ষার জন্য জামায়াত একদিকে ক্ষমতাসীন দলের সঙ্গে যোগাযোগ করছে, অন্যদিকে বিএনপির সঙ্গেও থাকার চেষ্টা করছে জোট শরিক হিসেবে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে জামায়াতের তেমন কোনো প্রস্তুতি দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক নেতা বলেন, ‘আমরা রাজপথে নামতে চাই। তবে বিএনপি ও জোটের অন্য নেতারা কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকেন না। তাই এবারের কর্মসূচিতে বিএনপি মাঠে থাকলে জামায়াত অবশ্যই থাকবে।’

রাজ / প্রবাস নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *