রাজধানীর পল্টন থানাধীন বিজয় নগর এলাকায় পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন মুসলিম সুইটসের সামনে পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সেখানকার কয়েকটি মিষ্টির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ / প্রবাস নিউজ