৫ জানুয়ারি সোমবার বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গতকাল রোববার সকাল থেকে ঢাকামুখী বাস ও দুপুরের পর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে আজ সোমবার রাজধানীর অভ্যন্তরিণ সড়কে চলাচলরত গণপরিবহণও চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে সিএনজিচালিত কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে।
সকাল ১০টায় গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী বাস স্ট্যান্ডে দেখা গেছে, বাইরে থেকে বাস আসা বন্ধ। একইভাবে যাত্রীর অভাবে এসকল বাস টারমিনাল থেকে ঢাকা ছেড়ে যায়নি কোন বাস।
পুলিশের একটি সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশেই বাস মালিক সমিতিকে ঢাকামুখী বাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছে নাশকতার আশঙ্কা এবং প্রশাসনিক নির্দেশনার কারণে বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অল্পসংখ্যক কিছু বাস বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানায় তারা।
রাজ / প্রবাস নিউজ