বিএনপি চেয়ারপার্সন ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার পর সোমবার ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে সারাদেশে বিরোধীদলের জ্বালাও পোড়াও শুরু হয়েছে।
কুষ্টিয়ায় আ্ওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের বাসভবনে ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।
রাজনৈতিক উত্তেজনার জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৫টি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১২টি, গাজীপুরে দুটি এবং ময়মনসিংহে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা মৌড়াইল রেল গেটে আগুন ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।
অন্যদিকে ময়মনসিংহ শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেইট এলাকায় দুপুর আড়াইটার দিকে একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিশুসহ তিনজন আহত হন।
গাজীপুর মহানগরের শিববাড়ি মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার বিকেলে একটি বাস ও একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরাএ ছাড়া একটি পিকআপ, একটি টেম্পো ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ঘটনার পর জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
রাজ / প্রবাস নিউজ