রাজধানীর মহাখালী ও কুড়িল বিশ্বরোডে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে।
সোমবার বেলা ১১টার মহিলা দলের নেতাকর্মীরা কুড়িল বিশ্বরোডে মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপি কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ৫ জন আহত হয়েছেন।
ভাটার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীম বলেন, বিএনপি কর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
এদিকে মহাখালী চৌরাস্তা এলাকায় শিবিরের মিছিলে গুলি করেছে পুলিশ। এসময় পুলিশ ও শিবির কর্মীদের সঙ্গে বেশ কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাজ / প্রবাস নিউজ