কক্সবাজারে শিবিরের হামলায় পুলিশ সদস্য আহত

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় সোমবার সকাল ১০টার দিকে পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় শিবিরের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি,  সকালে বার্মিজ মার্কেট এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় কক্সবাজার সদর থানার পুলিশ কনস্টেবল আসাদ (নং ৯৯৫) আহত হয়েছেন। এ ঘটনায় শিবিরের তিন কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শহরের আলীর জাহান এলাকার আবু মুছার ছেলে ইকবাল হোসেন (১৩), সদর উপজেলার পিএমখালী এলাকার ঘাটকূল পাড়ার ছৈয়দ আলমের ছেলে আলাউদ্দিন ( ১৮) ও ডিকপাড়ার মোক্তার আহমদের ছেলে রহমতউল্লাহ ( ২৫)।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম খন্দকার রাইজিংবিডিকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এ দিকে কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৬২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় জেলার ৮ উপজেলা থেকে এদের আটক করা হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।

এ ছাড়া কক্সবাজার শহরের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব এর টহল দেখা গেছে।

বিকালে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও আওয়ামী লীগের বিজয় সমাবেশের কর্মসূচি রয়েছে।

রাজ / প্রবাস নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *