ঢাকা: রাজধানীর শাহজানপুর আল-বারাকা হাসপাতালের সামনে বিএনপির ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের নেতৃত্বে একটি সমাবেশের চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এসময় ১২ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।
সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
তাঁতীদলের সহা-সভাপতি ও মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন, পুলিশের গুলিতে সাবেক কমিশনার হারুন, বিএনপি কর্মী সেলিম, লিটন, রাজা, রাজু, আলমগীসহ ১২ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে আরো দুই বিএনপিকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে তারা জানান।
আতিক/প্রবাস