সুনামগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭

সুনামগঞ্জ শহরের ডিএস রোড এলাকায় বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আহত হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশ ২৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে র‌্যাব ও বিজিবি সদস্য যোগ দেয়। বর্তমানে শহরে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় কেউ আটক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

রাজ / প্রবাস নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *