ঢাকা : সারাদেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসপাতালে আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রী জাতিকে মিথ্যা বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর এই মিথ্যাচারের জবাব জনগণ খুব শিগগিরই দেবে।’অ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত রিজভী ফোনে এ কথা বলেছেন।নাটারে ২ বিএনপি কর্মীকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে এই হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।রিজভী অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার জন্য দলীয় নেতাকর্মী ও সন্ত্রসীদের লেলিয়ে দিয়েছেন।’‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘গত ২ দিন ধরে কয়েশ পুলিশ দিয়ে বিএপি চেয়ারপারসনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মূল ফটকে তালা দেয়া হয়েছে। কাউকে আসতে বা যেতে দেয়া হচ্ছে না। ট্রাক দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।
এসব কিছু মিডিয়ার মাধ্যকে দেশের জনগণ দেখছে। এ থেকে বুঝা যায় প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন।’রিজভী জানান, এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। পুলিশ তার রুম ঘিরে রেখেছে। তাকে আটক করা হয়েছে কি না এ বিষয়ে নিশ্চিত নন তিনি।