রাজধানীর পল্টনের কালভার্ট এলাকায় মহানগর বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে মহানগর বিএনপির সদস্য সচীব মহানগর হাবিবুন নবী খানের নেতৃত্বে পল্টনের কালভার্ট রোডে একটি মিছিল বের করলে পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি করে।
এসময় বিক্ষুদ্ধ কর্মীরা পুলিশ সাজেন্টের ১টি মোটরসাইকেলে আগুন দেয়।
পরে ঘটনাস্থল থেকে ১টি পেট্রোল বোমাসহ ১৬ জনকে আটক করে পুলিশ।