বিএনপির মিছিলে পুলিশ বাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশ শিমুল ও মুকুল নামে দুই যুবদল নেতাকে আটক করেছে।
সোমবার বেলা ১১টার দিকে নগরী দড়িখরবোনা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, সোমবার বেলা সোয়া ১০টার দিকে নগরীর উপশহর এলাকা থেকে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যেগে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবনমোহন পার্কে বিএনপি মূল সমাবেশে যাচ্ছিল। তারা দড়িখরবোনা পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দেয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার পর মিছিল থেকে শিমুল ও মুকুল নামে দুই যুবদল কর্মীকে আটক করে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।