আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা মহানগরী, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে এ সকল উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়।
কুমিল্লা- ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য কুমিল্লা সদরে দুই, চৌদ্দগ্রামে এক এবং মনোহরগঞ্জ উপজেলায় এক প্লাটুন বিজিবি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টহলে থাকবে।
অপরদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে কুমিল্লা মহানগরী জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজ / প্রবাস নিউজ