অবিলম্বে অবরুদ্ধ করে রাখা বেগম জিয়াকে মুক্ত করে না দিলে প্রবাস থেকে মহিলাদলের কর্মীরা জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে। রবিবার রাতে আমিরাতের শারজার একটি হোটেলে প্রতিবাদ সভায় এ হুমকি দেয় ইউএই মহিলা দলের কর্মীরা।
তারা বলেন, আমরা এতদিন নিশ্চুপ ছিলাম! এখন আর ঘরে বসে থাকা যাবে না। যেখানে দেশনেত্রী ঘরে শান্তিতে বসবাস করতে পারে না, সেখানে আমাদের ঘরে বসে থাকার কোনো অধিকার নেই। তারা দেশে দেশে মহিলা দলের কর্মীদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্ছার হবার আহ্বান জানান।
ইউএই মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই মহিলা দলের সদস্য সচিব সামছুর নাহার স্বপ্না। এ সময় বক্তব্য রাখেন, শরমিন সবনম লোপা, রুনু আক্তার, রুমা আক্তার, রহিমা আক্তার, হালিমা আক্তার।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউএই বিএনপি নেতা নুরুল আবছার, জহিরুল হক, মোহাম্মদ ইসমাইল, মাহবুব আলম প্রমুখ।