সবচেয়ে ব্যাবসা সফল হিন্দি সিনেমা `পিকে’

ঢাকা : ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারে আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৫০০ কোটি রুপি। ‘ধুম থ্রি’কে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে ব্যাবসাসফল হিন্দি সিনেমা এখন ‘পিকে’।

মুক্তির দুই সপ্তাহেই ভারতের অভ্যন্তরে ‘পিকে’ আয় করে নিয়েছে ২৮৪ কোটি রুপির বেশি। এতদিন ২৬৫ কোটি রুপি আয় করে সর্বোচ্চ আয়ের রেকর্ডের অধিকারী ছিল আমির খানেরই ২০১৩ সালের সিনেমা ‘ধুম থ্রি’। ২৫৮ কোটি আয় করা শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ নেমে গেছে তৃতীয় স্থানে।

আন্তর্জাতিক বাজারেও দাপটের সঙ্গে ব্যবসা করছে ‘পিকে’। ‘দ্য হবিট : ব্যাটেল অফ দ্য ফাইভ আর্মিজ’ এর মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার পরও আন্তর্জাতিক বক্স-অফিসে সিনেমাটির অবস্থান এখন তিন নম্বরে। ২২টিরও বেশি দেশে মুক্তি পাওয়া সিনেমাটি এর মধ্যেই আয় করে নিয়েছে প্রায় তিন কোটি ডলার।

বলিউড হাঙ্গামার হিসাব অনুযায়ী, সব মিলিয়ে শনিবার পর্যন্ত সিনেমাটির মোট আয় ৫১৩ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, শিগগিরই দেশের ভেতরেই ৩০০ কোটি রুপি ছাড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে ‘পিকে’।

ট্রেড পন্ডিত কোমাল নাহতার টুইট, ‘হ্যা, #পিকে রোববারের (৪ জানুয়ারি) মধ্যেই ছুঁয়ে ফেলবে তিনশ’ কোটির মাইলফলক। শুক্রবারের বক্স-অফিস সংগ্রহ থেকে এরকমই মনে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *