চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি টহল দলের বিরুদ্ধে তিন কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড এলাকা থেকে কৃষ্ণ কর্মকার ও নারায়ণ কর্মকার নামের দুই স্বর্ণ ব্যবসায়ী কাছ থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা এই স্বর্ণ ছিনতাই করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে পুলিশ ঘটনা জানলেও তারা বিষয়টি গোপন রাখে। শনিবার সিএমপি কমিশনার ওই গোয়েন্দা পুলিশ সদস্যদের কাছ থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেন। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, গোয়েন্দা পুলিশের এই সদস্যদের ক্লোজ করা হয়েছে। তাদেরকে সিএমপি সদরদপ্তরে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে ইতিমধ্যেই ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে এস আই আবুল হোসেন ২৩টি স্বর্ণের বার ফেরত দিয়েছেন বলে জানা গেছে। বাকি স্বর্ণের বারগুলি উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জড়িত গোয়েন্দা পুলিশের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
রাজ / প্রবাস নিউজ