সাইবার হামলার জেরে উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ!

চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সনি’র উপর সাইবার হামলার জেরে উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ নতুন অবরোধ উত্তর কোরিয়ার তিনটি সংগঠন ও ১০ ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার ‘প্ররোচনামূলক, অস্থিতিশীল ও নিপীড়নমূলক আচরণের’ প্রতিক্রিয়ায় নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর ইতিমধ্যেই অবরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের।

কিন্তু শুক্রবারের এ অবরোধকে দেখা হচ্ছে প্রথমবারের মতো কোন মার্কিন কোমপানিতে সাইবার হামলার প্রতিক্রিয়ায় কোন দেশকে দেয়া শাস্তি হিসেবে। যাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে, সেসব সংস্থা ও ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো, উত্তর কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা দ্য রিকনিসন্স জেনারেল ব্যুরো, প্রধান আর্মস ডিলার- কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন (কোমিড), প্রতিরক্ষা গবেষণায় সহযোগী সংস্থা কোরিয়া টাঙ্গুন ট্রেডিং করপোরেশন, কোমিডের রাশিয়া প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা জ্যাং সং চল, ইরানে কোমিড প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কিম ইয়ং চল, সরকারি কর্মকর্তা ও সিরিয়ায় কোমিডের দুই প্রতিনিধি র‌্যু জিন ও কাং রে‌্যাং।

হোয়াইট হাউস জানিয়েছে, এ অবরোধ সনি হ্যাকের পাল্টা প্রতিক্রিয়ায় নেয়া হয়েছে। তবে যাদের উদ্দেশ্য করে এ অবরোধ আরোপ করা হয়েছে, তারা সরাসরি সাইবার হামলার সঙ্গে জড়িত নয়। এ অবরোধের মূল উদ্দেশ্য, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা শিল্পকে একঘরে করে রাখা যাতে ভবিষ্যতে আরও সাইবার হামলার সামর্থ্যে বিঘ্ন ঘটে। তবে দুই দেশের মধ্যে তেমন বাণিজ্যসমপর্ক না থাকায় এ অবরোধ তেমন বড় প্রভাব ফেলবে না। প্রতীকী হিসেবেই এটি বিবেচিত হবে। এফবিআই ও বারাক ওবামা সনিতে সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে দাবি করেছিলো।

তবে অনেক বিশেষজ্ঞ এ দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনায় অবরোধ আরোপ বিরল হলেও, হামলার ধ্বংসাত্মক প্রভাব বিবেচনায় তা করা হয়েছে। উত্তর কোরিয়া সাইবার হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নতুন এ অবরোধ আরোপের প্রতিক্রিয়া দেশটি বেশ জোরালোভাবে দেখাবে বলেই ধারণা করা হচ্ছে।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *