গাজীপুর শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের রাজবাড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে রাজবাড়ী সড়কে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।
একপর্যায়ে মিছিলের প্রস্তুতিকালেই পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা হুড়োহুড়িতে পড়ে গিয়ে মেয়র এম এ মান্নানসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। তবে পুলিশের হামলার ব্যাপারে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপি কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।