‘খালেদা এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না : প্রধানমন্ত্রী

ঢাকা: নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভালো অভিনেত্রী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান কার্যালয়ে বসে তিনি নাটক করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘তার মতো এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না। তিনি ভালো নাচতে পারেন। স্কুলে নাচতেন।’

রোববার রাত সাড়ে ৭টায় গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঈদে মিলাদুন্নবীর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে এমন একটা দিনে তার কারণে ধর্মকর্মও করতে পারছে না। জ্বালাও পোড়াও চলছে, সবাই আতঙ্কের মধ্যে আছে।’

তিনি আরো বলেন, ‘যারা অরাজকতা ও মানুষ খুন করেও নির্বাচন ঠেকাতে পারেনি তাদের সরকার পতন আন্দোলনও সফল হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া যদি মনে করেছিল দুই-চারটা মানুষ খুন করে পুরো নির্বাচন বানচাল করে দিবে। আমি বলবো, এসব কিছু পরিহার করে যদি ভালো কিছু থাকে সেটা করুন। দেশের উন্নয়নের কথা ভাবুন।’

খালেদা জিয়া দেশের উন্নয়ন চোখে দেখেন না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আয়নায় নিজের চেহারা দেখে শুধু নিজের উন্নতি দেখেন। তিনি দেশের উন্নয়ন চোখে দেখেন না। অব্যশই তিনি নিজে তো দেশের কোনো উন্নয়ন করেন নাই, তাই তিনি দেশের উন্নয়ন দেখেন না।’

বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো রাষ্ট্রীয় ক্ষতির ষড়যন্ত্র করার আগে খালেদা জিয়া এমন নাটক করেন। এরপর তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *