ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে মহানগর মহিলা দল এবং ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দৌজা চৌধুরী বিএনপির নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে শুলশানে আসার সঙ্গে সঙ্গেই ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী মিছিল নিয়ে পুলিশের বেরিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশ এ সময় তাদের উপর লাঠিচার্জ করে।
পরে সেখান থেকে মহানগর মহিলা দলের ৬ এবং ছাত্রদলের ৪ নেতাকর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন মহিলা দলের অ্যাডভোকেট এলিজা, লাইল আক্তার, হোসনে আরা এবং ফরিদা পারভীন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।