ঢাকা: আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচির বিষয়ে আইনি পরামর্শ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচির বিষয়ে আইনি পরামর্শ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে গেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে রোববার দুপুর ২টা ১০ মিনিটে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তবে তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের বাকি সদস্যদের প্রবেশ করতে দেয়া হয়নি। এর আগে বেলা সোয়া ১টার দিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে তার নেতৃত্বে ২৫-৩০ জনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রা শুরু করেন।
আইনজীবীদের ওই দলে আরো রয়েছেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, চেয়ারপারসনের উপদেষ্টা আ্যাডভোকেট জয়নুল অবেদিন, ঢাকা বারের বর্তমান সভাপতি মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে চেয়ারপারসনের উপদেষ্টা আ্যাডভোকেট জয়নুল অবেদিন বাংলামেইলকে বলেন, ‘আমরা আইনি বিষয়ে পরামর্শ করার জন্য বিএনপি চেয়ারপারসনের কাছে যাচ্ছি। আগামীকালের কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়েই আমরা তার সঙ্গে পরামর্শ করবো। এছাড়া বিভিন্ন মামলা-মোকদ্দমার বিষয় নিয়েও আইনি পরামর্শ করা হবে।’
সাক্ষতের জন্য কোথায় যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে উনি আটকা (গুলশান কার্যালয়) পরে আছেন আমরা সেখানেই যাচ্ছি।’
এ সময় বিএনপিপন্থি এ আইনজীবী আরো জানান, তারা কয়েকটি গাড়িতে খন্দকার মাহবুবসহ প্রায় ২৫-৩০ জন আইনজীবী চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।