খালেদার কার্যালয়ে সাংবাদিক নেতারা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার উপদেষ্টা শওকত মাহমুদের নেতৃত্বে ৮ সদস্যে সাংবাদিক নেতারা গুলশান কার্যালয়ে গেছেন।

রোববার দুপুর দেড়টার দিকে তারা বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান। এসময় পুলিশ তাদের কোনো বাধা দেয়নি।

অন্যান্য সাংবাদিক নেতারা হলেন- রুহুল আমীন গাজী, আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, কামাল ফরিদ, এমএ আজীজ ও নেসার আহমেদ।

এর আগে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর। তার সঙ্গে আরও কয়েকজন প্রতিনিধিও ছিলেন।

এর কিছুক্ষণ আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশ তাদের বেধড়ক মারপিট করে এবং মহিলা দলের নেত্রীসহ ১০ জনকে আটক করে।

এছাড়া দুপুর ১২টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন বিকল্প ধারার প্রেসিডেন্ট বি চৌধুরী। কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ।

এদিকে শনিবার রাত থেকে পুলিশ খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখলেও রোববার দুপুরে দাবি করেছে, খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *