ঢাকা : ৫ জানুয়ারি সরকারের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. রেজাউল করিম। তিনি বলেন, ঐ দিন ছাত্রসমাজ রাস্তায় নেমে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেই তারা ঘরে ফিরবে। আর ছাত্রশিবির সেদিন রাজপথে ছাত্রসমাজকে নেতৃত্ব দেবে। ছাত্রজনতার আন্দোলনে সেদিন এই জুলুমবাজ সরকারের কবর রচনা হবে।
শনিবার বিকেলে ৫ জানুয়ারির সমাবেশ উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল বলেন, ৫ জানুয়ারি ২০ দলের সমাবেশ হবেই। গণতন্ত্র হত্যার এই দিনেই গনতন্ত্র আবার পুনরুদ্ধার হবে। অবৈধ সরকারকে দীর্ঘ একটি বছর সময় দেয়া হয়েছে, আর নয়। সব ভেদাভেদ ভুলে ৫ জানুয়ারি সকলকে রাস্তায় নেমে আসার আহবান জানান তিনি।
শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজল, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ প্রমুখ।