ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নয়াপল্টন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়া দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
কার্যালয়ের দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করতে তিনি নিয়ে যাওয়ার বিষয়টি জানালেও কোথায় নিয়ে গেছে তা জানাতে পারেন নি।
তবে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় রিজভীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।