খালেদা জিয়া অবরুদ্ধ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে বাধার সম্মুখিন হয়েছেন। তার সঙ্গে কয়েকজন মহিলা দলের নেত্রী রয়েছেন।

শনিবার রাত পৌনে ১২টায় কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠেন তিনি। তবে গাড়ি স্টার্ট নিলেও তাকে কার্যালয় থেকে বের হয়ে আসতে দেয়া হচ্ছে না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন

এর আগেই অবশ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়া এখন কার্যালয়ে অবস্থান করছেন।

শনিবার রাত সোয়া ১১টার দিকে এ পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে খালেদা জিয়ার বাসভবনের সামনেও বালুর ট্রাকের আদলে পুলিশের দুটি পিকাপ ভ্যান রাখা হয়েছে। সেখানেও অতিরিক্ত পুলিশ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির নামে ঢাকা অভিমুখে লংমার্চের ডাক দিলে খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়। এবার পাঁচ জানুয়ারি বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসে যেকোনো মূল্যে কর্মসূচি পালনের ঘোষণা দেয়ায় তাকে অবরুদ্ধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *