নারীদের ধূমপানের অন্তরালে ১২টি বিচিত্র কারণ ও মারাত্মক ক্ষতিকর প্রভাব

“সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর” প্রতিটি সিগেরেটের প্যাকেটে এই সতর্ক বাণী সবার খুব বেশি পরিচিত। কিন্তু তারপরও বহু মানুষ আছেন যারা ধূমপান করে থাকে। আমরা সবাই জানি ধূমপান আমাদের দেহের জন্য কত বেশি ক্ষতিকর। কিন্তু তারপরও কেন আর কী কারণে মানুষ ইচ্ছাকৃত ভাবে নিজের ক্ষতি করে থাকে, যারা ধূমপান করেন তারাই এর কারণ বলতে পারবেন। পুরুষদের ধূমপান করাটা হয়তো মেনে নেয়া যায়। কারণ যুগ যুগ ধরেই পুরুষেরা ধূমপান করে আসছেন। কিন্তু প্রশ্ন হল, নারীরা কেন ধূমপান করেন ? তাঁদের ধূমপান করার পেছনের কারণ কী? এবং এই ধূমপান এর ফলে নারীদেহে কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে? চলুন তাহলে জেনে নিই।

নারীরা কেন ধূমপান করেন?
যুগ এতো বেশিই বদলে গিয়েছে যে নারীরাও এখন ধূমপান করে থাকেন প্রকাশ্যে। কিন্তু কেন ধূমপান করেন নারীরা এই বিষয় নিয়ে এই পর্যন্ত অনেক দেশের নামী-দামি গবেষকেরা গবেষণা করেছেন এই বিষয়টি নিয়ে। কানাডায় অবস্থিত ‘ হেলথ কানাডা স্মোকিং প্রিভেনশন’ সেন্টার ও এমেরিকার ‘ এমেরিকান ক্যানসার সোসাইটির’ নানা ধরনের গবেষণায় উঠে এসেছে এমন কিছু বিষয় যার কারণে পুরো বিশ্ব জুড়ে বহু নারীরা ধূমপান করে থাকেন।

১। পারিবারিক অশান্তি ও অভিভাবকদের কঠোরতা থেকে মুক্তি পেতে নারীরা ধূমপান করে থাকে।

২। ছেলে-মেয়েরা আজকাল এক সাথেই ধূমপান করে থাকেন। আর নারীরা মনে করেন একসাথে ধূমপান করার ফলে বন্ধুত্ব ভালো হয়।

৩। শারীরিক ভাবে ফিট বা স্লিম থাকার জন্য নারীরা ধূমপান করে থাকেন।

৪। রিলাক্স থাকার জন্য ও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য ধূমপান করেন নারীরা।

৫। হাতে একটি সিগেরেট রেখে চলার মধ্যে আনন্দই আলাদা তাই নারীরা ধূমপান করেন।

৬। নিজের রাগ ও কষ্ট নিয়ন্ত্রন করতে ধূমপান করেন নারীরা।

৭। নিজের সাহস বাড়াতে অনেক নারী ধূমপান করে থাকেন।

৮। ধূমপান করে নারীরা অনেক আনন্দ পান তাই ধূমপান করেন।

১০। অনেক নারীরাই বলেছেন সিগেরেটের ধোঁয়া তাঁদের খুব ভালো লাগে তাই তাঁরা ধূমপান করেন।

১১। অনেক নারীরাই মনে করেন সিগেরেট খেলে ক্ষুধা কমে যায় তাই ধূমপান করেন।

১২। তাছাড়া যেসকল নারীরা খুব অল্প বয়স থেকেই ফ্যামিলির নানা ধরনের সমস্যা দেখে বড় হন বিশেষ করে বাবা-মাকে নিয়ে সমস্যা যাদের। তাঁরা খুব অল্প বয়স থেকেই ধূমপান করে থাকেন।

নারীদেহে ধূমপানের ক্ষতিকর প্রভাব
যেহেতু আজকাল অনেক নারীরাই ধূমপান করে থাকেন তাই তাঁদের অবশ্যই জানা উচিত যে ধূমপান করার ফলে দেহে কি কি ক্ষতি হতে পারে। অনেকেই জানেন যে ধূমপান করার ফলে ক্যানসার, হার্টের অসুখ, স্ট্রোক এই ধরনের অসুখ দেখা দেয়। কিন্তু গবেষণায় উঠে এসেছে আরও অনেকগুলো অসুখের কথা যা নারীদেহের জন্য ক্ষতিকর।

১। হাড়ের ঘনত্ব কমে যাওয়া

২। গাঁটে ব্যথা, বাতের ব্যথার সমস্যা

৩। চোখে অকালেই ছানি পড়ার সম্ভবনা থাকে

৪। দাঁতের মাড়ির সমস্যা দেখা দেয়

৫। পাকস্থলীতে আলসার সমস্যা দেখা দেয় যার কারণে মৃত্যুও হয়

৬। হতাশা কমানোর জন্য নারীরা ধূমপান করে থাকেন কিন্তু ধূমপান করার ফলে নারীদের হতাশা আরও বৃদ্ধি পায়।

৭। কিছু গবেষণায় এসেছে যে ধূমপান এর ফলে নারীদের পিরিয়ডের সমস্যা দেখা দেয়। প্রতিমাসে পিরিয়ড ঠিকভাবে হয় না আর হলেও তা খুব কষ্টদায়ক হয়ে তাহকে ব্যথার কারণে।

৮। প্রচুর ধূমপান করার কারণে নারীদের নির্দিষ্ট বয়সে মেনোপজ হওয়ার আগেই তাঁদের পিরিয়ড হওয়া বন্ধ হয়ে যায়। এবং এমনটা হয়ে থাকলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে নারীদের।

৯। যে সকল নারীরা ধূমপান করে থাকেন তাঁদের বাচ্চা হতেও খুব সমস্যা হয়ে থাকে। আর বাচ্চা কনসিভ করে থাকলেও, বাচ্চা জন্ম নেয়ার আগেই অ্যাবশন হয়ে যায়।

১০। যে সকল নারীরা ধূমপান করে থাকেন তাঁদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।

রিয়াজ/প্রবাসনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.