ঢাকা: ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না দিলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান বাসা থেকে এবার বের হচ্ছেনই। দরজায় এবার আর তাকে আটকে দেওয়া যাবে না।
দায়িত্বশীল দলীয় সূত্র জানিয়েছে, ঠিক এমনই কঠোর মনোভাব খালেদা জিয়ার। নেতা-কর্মীদের পাশে গিয়ে দাঁড়াবেন তিনি।
ওই দিন সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং মতিঝিল শাপলা চত্বরে জড়ো হওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
এই স্পটগুলোতে নিজেই উপস্থিত থাকতে চান খালেদা জিয়া। এর বাইরেও নেতা-কর্মীরা ঢাকার যে কোনো স্পটে জড়ো হয়ে তার উপস্থিতি কামনা করলে সেখানেই ছুটে যাবেন বিএনপি নেত্রী। পথসভার আদলে তাৎক্ষণিক সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি, জানায় সূত্রটি।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় এবং বাসায় দায়িত্বপালন করছেন এমন একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এমন পরিস্থিতিতে সরকার হার্ডলাইনে গেলে নিজের করণীয় সম্পর্কেও ভেবে রেখেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা।
সূত্র জানায়, গত বছর ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি’র মতো তাকে বাড়ির গেটে আটকে দেওয়া হলে তা উপেক্ষা করে বেরিয়ে আসার চেষ্টা করবেন তিনি।