অবৈধ ভিওআইপি ব্যবসা দায়ে নেপালে ১৯ বাংলাদেশী গ্রেপ্তার

অবৈধ ভিওআইপি ব্যবসা সঙ্গে যুক্ত থাকার দায়ে নোপালের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো-সিআইবি গতকাল কাঠমাণ্ডুতে বাংলাদেশী নাগরিক তাবারাকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। নেপালি কর্তৃপক্ষ বলেছে, এ বাংলাদেশী কল বাইপাস র‌্যাকেটের সদস্য।

এর আগে পুলিশ  একই অপরাধের দায়ে আরও ১৮ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।

গতকাল নোপালি অনলাইন জানায়, ওই বাংলাদেশী কাঠমাণ্ডুর মেট্রোপলিস-৩ এর লোসাল জনমার্গের জনৈক ইন্দিরা জোশীর বাড়িতে ভাড়ায় থাকতেন। পুলিশ ৮৫টি সিমকার্ড ও গ্যাজেটসহ কলবাইপাস করার বহুবিধ উপকরণও বাজেয়াপ্ত করেছে।

এদিকে শুক্রবার নেপালি সিআইবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কল বাইপাস করার চক্র বিরোধী অভিযান চলছে। এ পর্যন্ত ৮৮ নেপালি, ও ২১ বিদেশীসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এপর্যন্ত ১১ দশমিক ২৯ বিলিয়ন রুপির জরিমানা আদায়ে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *