ঢাকা: খুব প্রয়োজনের সময় স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা কম-বেশি আমাদের সবারই রয়েছে। আর সেটা যদি হয় পথে, যেখানে চার্জ দেওয়ার সুযোগ নেই? এ ধরনের সমস্যার সমাধান হতে পারে একটু হাঁটলেই!
কারণ এখন আপনার চলার প্রতি ধাপে উৎপন্ন হবে বিদ্যুৎ! ‘সোলপাওয়ার এনসোলস’ জুতা পায়ে কিছু পথ হাঁটলে একটি মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হবে।
জুতার বাইরের অংশে একটি পাওয়ার প্যাক স্থাপন করা হবে যেন হাঁটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয়। যা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করা হবে।
এই প্রযুক্তির উদ্যোক্তা ডেভিট ডেভিটিয়ান বলেন, আমরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করতে যাচ্ছি যখন জুতা পায়ে হাঁটলেই বিদ্যুৎ উৎপন্ন হবে এবং ব্যাটারিতে সংরক্ষিত হবে। পাওয়ার প্যাকের সঙ্গে একটি ইউএসবি পোর্ট থাকবে যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্মার্টফোনে চার্জ দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, এটা এখনও প্রক্রিয়াধীন, সাধারণত আমরা যে ধরনের জুতা ব্যবহার করে থাকি, সেগুলোতে এ প্রযুক্তি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা দোকানে পাওয়া যাবে।
পেন্সিলভেনিয়ার কার্নেজি মেলন ইউনিভার্সিটির এ উদ্যোগই প্রথম নয়, এর আগেও ২০১৩ সালে টেক্সাসের হোস্টন রিস ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এ চেষ্টা চালান।