ঢাকাঃ খালেদা জিয়ার ৭ দফা দাবির মধ্যে জনগণের কোনো স্বার্থ নেই। দুই ছেলে তারেক, কোকো এবং নিজেকে দুর্নীতির মামলা থেকে বাঁচাতে বিভিন্ন দফার নামে দেশের শান্তি বিঘ্নিত করার অপচেষ্টা করছেন তিনি।
দেশের মানুষ ওনার (খালেদা) ডাকে সাড়া দিচ্ছেন না। ৫ জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে এবং গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেণ শিকদার এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদাকে নির্বাচনে ডাকা হয়েছিল তিনি সাড়া দেন নাই। নির্বাচন অর্থবহ হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা হয়েছে। আবার পাঁচ বছর পর যথা নিয়মে নির্বাচন হবে। দেশের প্রতিটি খাতের উন্নয়ন দ্বিগুণ গতিতে এগিয়ে চলছে। দেশের শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যে আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের জন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এ জন্য তিনি দেশের জনগণের সহযোগিতা কামনা করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম, গোলাম রব্বানী, আবু নাসের বাবলু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, হাবিবুর রহমান, অ্যাড. আব্দুল মান্নান, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
এর আগে মন্ত্রী মহম্মদপুর উপজেলা সদরে কোটি টাকা ব্যয়ে নির্মীত প্রাণিসম্পদ কার্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন।
সরকারের সাফল্য অর্জন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।