ঢাকা: ভিন্ন গোত্রের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ায় বাবার হাতে খুন হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক মেয়ে। শুক্রবার প্রদেশের মুজাফ্ফরনগর জেলা পুলিশ নিহত কন্যা রুক্ষরের বাবা হাসানকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, রুক্ষর একই গ্রামের দলিত সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু মেয়েটির বাবা ওই সম্পর্ক মেনে নেয়নি এবং বিরোধীতা করে। মেয়েটি ছেলেটির সঙ্গে সম্পর্ক ছেদ না করতে চাইলে এক পর্যায়ে মেয়েকে হত্যা করে বাবা। পরবর্তীতে নিকটস্থ গোরস্থানে মাটিচাপা দেয়া হয় রুক্ষরের শরীর।
যদিও নিজের মেয়েকে খুন করার কথা স্বীকার করেনি হাসান। তবে মেয়েকে যে মাটিচাপা দিয়েছেন তা পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে হত্যা করিনি। গ্রামের তিন-চারজন মিলে এই কাজ করেছে। এই গ্রামের প্রত্যেকেই জানে আমার মেয়ের সঙ্গে দলিত সম্প্রদায়ের একটি ছেলের সম্পর্ক ছিল।’
মুজাফ্ফরনগর পুলিশ আপাতত একটি খুনের মামলা দায়ের করেছে। তবে রুক্ষরের দেহ ময়নাতদন্তের পরই জানা যাবে কে খুন করেছে তাকে। যদি মেয়ের বাবার কথা ঠিক হয় তাহলে গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা হতে পারে।