ঢাকা: নিষিদ্ধ প্রেমের অভিনব ওই একইসঙ্গে অমানবিক শাস্তি দিল পঞ্চায়েত। এক বিবাহিতা তরুণীকে তার চেয়ে বয়সে ছোট প্রেমিককে প্রকাশ্যে স্তন পান করাতে বাধ্য করা হলো।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।
ইন্দোরের ২০০ কিলোমিটার পশ্চিমে ভিল সম্প্রদায় অধ্যুষিত আলিরাজপুর জেলার বছর পঁচিশের এক বিবাহিতা তরুণীর প্রেমে পড়ে সদ্য কুড়িতে পা দেয়া একই গ্রামের তরুণ। পরকীয়া প্রেম গ্রামের মাতব্বরদের অনুমোদন পাবে না জেনেই তারা গোপনে ঘর ছাড়ে। রাজ্যের সীমা টপকে পার্শ্ববর্তী গুজরাটে আশ্রয় নেয় তারা।
কিন্তু পঞ্চায়েতের লম্বা হাত সেখান থেকে তাদের ধরে আনে গ্রামে। পরকীয়ার অপরাধে পঞ্চায়েতের আদেশে গত ৩১ ডিসেম্বর এই যুগলের মাথা কামিয়ে দেয়া হয়। এরপর মুরুব্বিদের নির্দেশে গোটা গ্রামকে সাক্ষী রেখে প্রেমিককে স্তন্যপান করাতে বাধ্য হন ওই তরুণী।
ঘটনার পর গ্রাম পঞ্চায়েতের সদস্য নাকেদিয়াসহ ১২ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আলিরাজপুর জেলা পুলিশের এসপি অখিলেশ ঝা।