ঢাকা: ভারতের গুজরাটে জঙ্গিবিরোধী মহড়ায় মুসলিমদের বিদ্রুপ করা হয়েছে। এ মহড়ায় দেখানো হয়েছে, ধার্মিক মোসলমানদের মতো মাথায় টুপি পরিয়ে জঙ্গি সাজিয়ে দু’জনকে গ্রেপ্তার করছে পুলিশ।
গত বুধবার এ সংক্রান্ত দুটি ভিডিও চিত্র প্রকাশের পর মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা গুজরাটের সুরাটে জঙ্গি বিরোধী মহড়া চলাকালে তিন ব্যক্তিকে টুপি, লম্বা জামা (জুব্বা) পরিয়ে জঙ্গি সাজানো হয়েছে। পরে পাঁচ পুলিশ সদস্য তাদের আটক করে জিপ গাড়িতে তুলছে। এর আগে ওই সাজানো জঙ্গিরা ‘তোমরা চাইলে আমাদের হত্যা করো। ইসলাম জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়।
মুসলিম নেতারা ভিডিওটিকে ‘ নৃশংস ও চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন।
টিভিতে ভিডিওটি সম্প্রচারের পর অবশ্য ক্ষমা চেয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী আনানদিবেন প্যাটেল। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে সম্পৃক্ত করা ঠিক নয়। বিষয়টি সমাধান করা হয়েছে এবং এটা এখন বাদ দেয়া উচিৎ।