তোমাকে অাসতেই হবে!
মো আমির হোসেন
তুমি অাসবে বলে,
প্রতীক্ষায় অাছি ভবিষ্যতের পথদেখানো
রাস্তার ধারে!
গলায় অাছি মধুময় শব্দের মালা পরে
শব্দের কতকগুলো গেছে ঝরে
সময়ের অাঘাতে
মাঝে মাঝে সূতার রং বিবর্ণ হয়ে
অসহায় জনগণের প্রতিনিধত্ব করে!
অতীতের বাণী ছেড়েছিলেন শ্রেষ্ঠ বাঙালি
স্বদেশপ্রেমী দৃষ্টিধারী
তুমি এসে থাকবে স্থায়ী হয়ে!
হলোনা সেই অাসা
শুষেছে প্রতারক লোভীরা
হায়েনাদের দেয়ালে রাস্তা নষ্ট
অাঁচলে অাঁচলে গিট লেগে বেড়েছে কষ্ট
ঘোরান্ধকারে কষ্ট করে মন!
অামি জানি
মিথ্যা ক্ষণস্থায়ী
অাঁধার কাটবে তুমি হাসবে মানুষের মুখে মুখে
তুমি অাসবে মিথ্যা ভেদ করে ;
লোভীদের মন ছেঁদ করে
তোমাকে অাসতেই হবে!!