রংপুরের বদরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আনিছুল(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের সোনারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আনিছুল রাধানগর ইউনিয়নের সোনারপাড়ার জামাল উদ্দিনের ছেলে।
আহতরা হলেন-উপজেলার রাধানগর ইউনিয়নের সোনারপাড়ার আব্দুল হাইয়ের ছেলে বাবলু(৪০), তমেজউদ্দিনের ছেলে জাবেদ আলী(৪৫), আব্দুল আজিজের ছেলে জয়নাল আবেদিন(৬৫) ও ময়নাল হোসেনের ছেলে নূরুন্নবী(২২)।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নূরুন্নবী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।