মোবাইলের মতো হাতে হাতে চলে আসছে মনুষ্যবিহীন বিমান ড্রোন। নেদারল্যান্ডসের ডেল্ফট্ ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি ড্রোন আবিষ্কার করেছেন যেটি অতি শীঘ্রই মানুষের পকেট কিংবা হাতব্যাগে জায়গা করে নেবে। মাত্র ৪ গ্রাম ওজনের আবিষ্কৃত ড্রোনটি খুব সহজেই হাতের মুঠোয় নেয়া যাবে। অবশ্য হাতে চলে আসার পর এটাকে আর বিমান বলা যাবে কী না এ নিয়ে বেশ সন্দেহ আছে প্রযুক্তিবিদদের মাঝে। সাম্প্রতিক দিনগুলোতে ড্রোন বা রিমোট চালিত বিমান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং পাশাপাশি নানান কাজে এটির ব্যবহারও বেড়েছে। গবেষকরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে ছোটো এই ড্রোনে শক্তিশালী একটি ক্যামেরা থাকবে। সাধারণ স্মার্টফোনের জিপিএস প্রযুক্তি ব্যবহার করেই আকাশে ড্রোনটির দিক ও গতি নিয়ন্ত্রণ করা যাবে। তারা জানান, এই ছোট্টো ড্রোনটি মানুষের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। এটি দিয়ে জমি জরিপ, অল্প মাল সরবরাহ, চিকিৎসা সেবা ইত্যাদি কাজ দ্রুতগতিতে করা সম্ভব হবে। মাত্র ৪ গ্রাম থেকে সর্বোচ্চ ২০ গ্রাম ওজনের এই ড্রোন মানুষের মাথায় আছড়ে পড়লেও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন গবেষকরা।
জাবের/প্রবাসনিউজ