‘বিএনপির জন্য ২০১৪ ধ্বংসের আর ২০১৫ হবে কবরের’ – দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৪ বিএনপির পতনের সাল। ২০১৫ সাল হবে তাদের কবরের। তারা যেভাবে সাধারণ মানুষ হত্যা করেছে, কোরআন শরীফে আগুন দিয়েছে, জনগন তাদের ক্ষমা করবে না। আজ বুধবার দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ২২টি সংগঠন আয়োজিত এক হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মায়া বলেন, ২০১৪ সালের শেষ দিন আজ। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ২০১৪ সাল ছিল শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সাল। আর ২০১৫ সাল হবে খালেদার সর্বনাশের সাল। মায়া আরো বলেন, খালেদা জিয়া মানুষ খেকো। রক্ত ছাড়া তার আর কিছু ভালো লাগে না। বিএনপিকে তো এখন আর আমরা বিএনপি বলি না, খালেদা জিয়া এখন জামায়াত-শিবিরের আমির। এজন্য তার কথা তার নেতারাও শুনেন না।

 

এসময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলছে জমায়াত। অন্যদিকে আদালতের বিরুদ্ধে হরতাল দিচ্ছে। এটা আদালত অবমাননার শামিল। কামরুল ইসলাম আরো বলেন, জামায়াতের ডাকা হরতালে খালেদা জিয়ার ইন্ধন আছে। এজন্যই তারা(জামায়াত) এতো সাহস পায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ।

 

জাবের/প্রবাসনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *