শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপের ভেতর থেকে শিশু জিহাদকে উদ্ধারকারী ৩ সাহসী শাহ মোহাম্মদ সফিকুল ইসলামক, আব্দুল্লাহ আল নুর, এবং সুজন দাস বাবুকে সম্মাননা দিয়েছে নাগরিক ঐক্য। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম ভবনে নাগরিক ঐক্যে ওই ৩ সাহসীকে সম্মাননা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে এ স্মমাননা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, জিহাদের উদ্ধার বাংলাদেশের জন্য একটি অহংকার। ফায়ার সার্ভিস যেটা পারেনি ওই ৩ জন সেটা পেরেছে। তারা ১৬ কোটির মধ্যে ৩ জন সাহসী সৈনিক। উচু শ্রেণীর লোকদের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে যতই উপরে যাবেন ততই বিষ আর যতই নিচে যাবেন ততই ভালো মানুষ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গর্তে জিহাদ ছিলনা। পরে তা তিনি অস্বীকার করেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। অবিলম্ভে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এই সরকার কথায় কথায় মিথ্যা বলে, তারা চুরি করে ক্ষমতায় এসেছে। ৫ই জানুয়ারির নির্বাচন একটি অবৈধ নির্বাচন। এসময় শাহাদিন মালিক বলেন, “আমাদের উদ্ধার বাহিনীকে এসব তরুণকে ট্রেনার বানিয়ে প্রশিক্ষণ নেয়া দরকার। কারণ, বাণিজ্যের মাধ্যমে এসব বাহিনীতে নিয়োগ ও প্রমোশন হয়। যোগ্যতা আর দক্ষতার ভিত্তিতে নয়। উদ্ধার করা শিশুর জন্য তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজন এটা তাদের জ্ঞানেই আসেনি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, “জিহাদের মৃত্যুর সঙ্গে আমরা আমাদের রাষ্ট্রের মৃত্যু দেখেছি। একই সঙ্গে সততা ও সক্ষমতার মৃত্যু দেখেছি। এর প্রধান নায়ক অথর্ব অক্ষম এ সরকার। এরপরেও সাধারণ মানুষের উদ্দীপনা আমাদের উদ্দীপ্ত করে এবং আমরা একটি সৎ ও সক্ষম সরকারের স্বপ্ন দেখি।”
জাবের/প্রবাসনিউজ