এবার হজে সর্বোচ্চ খরচ সাড়ে ৩ লাখ টাকা

ঢাকা: চলতি বছরে হজের খরচ সাড়ে ৩ লাখ টাকা ও ৩ লাখ টাকার মধ্যে সীমিত রেখে দুটি প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

সরকারিভাবে যারা হজে যাবেন তাদের খরচ পড়বে সাড়ে ৩ লাখ টাকার কিছু বেশি। আর বেসরকারি ভাবে যারা যাবেন তাদের খরচ পড়বে প্রায় ৩ লাখ। তবে কোরবানির খরচ এই প্যাকেজের বাইরে থাকবে।

সোমবার (০৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ হিসেবে দুটি প্যাকেজেরই অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, প্যাকেজ- ১ এ খাবার খরচসহ ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ- ২ এ খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

এই খরচ গত বছরের তুলনায় মাত্র কয়েক শ’ টাকা বেশি। তবে কোরবানির খরচ এই হিসাবের বাইরে থাকবে, জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, এবছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ৯১ হাজার ৭৫৮ জন।

কোরবানির খরচ হিসেবে প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগত খরচের জন্য সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।

হজ প্যাকেজে নিট বিমান ভাড়া এক হাজার ৫২৫ ডলার ধরে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

সৌদি আরবে হজযাত্রীদের অনুমোদনবিহীন বাড়ি বা হোটেলে রাখা যাবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

অনলাইনে আবেদন বাধ্যতামূলক
সৌদি সরকার এবার নতুন নিয়ম করেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, হজ করতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বাধ্যতামূলকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তথ্য পাঠাতে হবে।

হজযাত্রীদের আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাম, এমআরপি নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য হজের কার্যক্রম এগিয়ে আনা হয়েছে।

নিবন্ধনের সময় সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিতে হবে।

হজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া এবার কেউ হজে যেতে পারবেন না।

আগামী বছরের ২৪ সেপ্টেম্বর(চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *