ঢাকা: সংখ্যালঘু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দেয়ার জন্য মিয়ানমারের (বার্মা) প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশের যে কোনো স্থানে তাদের চলাচালে স্বাধীনতা দেয়ার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
প্রস্তাবে রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের আচরণে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ১৯৩ সদস্যের আন্তর্জাতিক সংগঠন সংখ্যালঘুদের প্রতি দেশটির সরকারের আচরণের পরিবর্তন চায়।
রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারে, যাতে তারা অধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনকে সহায়তা করতে পারে। এবং শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করা।
সম্প্রতি মিয়ানমার সরকার দেশটির সংখ্যালঘু ১৩ লাখ রোহিঙ্গাকে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করতে একটি উদ্যোগ নিয়েছে। তাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমারের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হয়েছে। মূলত রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী’ হিসেবে চিহ্নিত করার জন্যই কৌশলে এই ফাঁদে ফেলার পরিকল্পনা নেয় মিয়ানমার সরকার।