থার্টিফার্স্টে পার্টি সাজে…

ঢাকা: থার্টিফার্স্ট রাতে বন্ধুদের সঙ্গে জমপেস আড্ডাবাজি, নাচানাচি আরও কতো কী। হয়তো অনেকদিন পর দেখা হবে কোনো বন্ধুর সঙ্গে। তাই পার্টির মাঝে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চান নিজেকে। চাইছেন, আপনার সাজে যেন নজর কাড়ে সবার। সময়টা যেহেতু তীব্র শীতের দখলে, তাই এটাকে কাজে লাগাতে পারেন দারুনভাবে। এই সময়ে ইচ্ছেমতো সাজগোজ করলেও নষ্ট হবে না এতোটুকু। পার্টির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি থাকবেন প্রাণবন্ত। আসুন তাহলে জেনে নেয়া যাক কেমন হবে আপনার সাজ…

পার্টিটা ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে, তাই পোশাকের ক্ষেত্রেও পাশ্চাত্যের ছাপ পড়াটাই সঙ্গত। জিনস, টি-শার্ট, হাই-নী হিল সঙ্গে থাকতে পারে মানানসই জ্যাকেট। এছাড়াও আপনার পছন্দের যেকোনো পোশাক বাছাই করতে পারেন। তবে মনে রাখবেন, পার্টিতে পোশাক সামলাতে গিয়ে যেন আনন্দটাই মাটি না হয়ে যায়। যে পোশাকে আপনি সাচ্ছন্দ্য ভোগ করবেন সেটাই পরা উচিৎ।

এবার মেকআপের পালা। প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর টোনার দিয়ে মুখ ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শীতে মেকআপে ময়েশ্চারাইজার ব্যবহার করলে সহজেই মেকআপের বেইজ ত্বকে বসে যায়। লিকুইড ফাউন্ডেশন মুখ-ঘাড়-গলায় ভালো করে ব্লেন্ড করে লাগান। ফাউন্ডেশন দেয়ার পরও মুখে যদি সূক্ষ্ম রেখা বা দাগ থাকে, তাহলে কনসিলার ব্যবহার করুন। ফেস পাউডার দিয়ে ফাউন্ডেশনটা বসিয়ে দিন।

চোখের সাজের ক্ষেত্রে পোশাকের রঙে বা সম্পূর্ণ ভিন্নরঙা কন্ট্রাস্ট আই শ্যাডোর সঙ্গে গ্লিটার আই লাইনার ব্যবহার করা যেতে পারে। নীল, সবুজ, সোনালি বা রুপালি যে কোনো রঙের আইলাইনারই ব্যবহার করতে পারেন। শীতের সাজে চোখের মেকআপটা গাঢ় হয়। সেক্ষেত্রে গাঢ় মাশকারা আর কাজল ব্যবহার করুন।

লিপস্টিকের ক্ষেত্রে ম্যাট এড়িয়ে গেলেই ভালো। এর বদলে গ্লসি লপিস্টিক বেছে নিন। ন্যাচারাল, বাদামি পিচ অথবা গোলাপি রং বেছে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *