ছাত্রশিবিরের মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বিজয় মন্ডল (২০) নামের ট্রাকের এক হেলপার। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিজয় রাজশাহীর বাঘা উপজেলার গোচর এলাকার জামাল মন্ডলের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ভদ্রা এলাকায় শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি ট্রাক লক্ষ্য করে তারা ইট ছুড়লে বিজয় আহত হন।
এদিকে বুধ ও বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হরতালের সমর্থনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতালকারীরা। একই সময় বোয়ালিয়া মডেল থানার ভদ্রা এলাকায় ঝটিকা মিছিল থেকে বেশ পিকআপ ভ্যান ও ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় ট্রাকের হেলপার বাঘা উপজেলার গোছরগ্রামের জামাল মন্ডলের ছেলে বিজয় নামে একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হারতাল সমর্থকরা পালিয়ে যায়।
এ ছাড়াও মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর রাজপাড়া থানার পাঠারমোড় এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এ সব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ইফতে খায়ের আলম।
এদিকে হরতালে নাশকতা রোধে নগর জুড়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।