গোবিন্দগঞ্জ উপজেলা সদরে মোটর শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয় শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের মুখে পড়ে যাত্রীরা।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী শ্রমিকরা গোবিন্দগঞ্জ পৌর এলাকার মায়ামনি-থানা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে স্থানীয় মোটরশ্রমিক নেতা পীরজাদা লেবু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু ও গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি- তদন্ত) মো. আমিনুল ইসলাম হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
মোটর শ্রমিকরা জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি ঢাকাগামী কোচ কাউন্টারে দায়িত্বপালন করছিলেন রাশেদ মিয়া (২৫) নামে এক শ্রমিক। সে সময় তাকে মারপিট করে শহরের পান্থাপাড়ার কয়েকজন যুবক। পরে রাশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
রাশেদ মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।